জগমোহন
ডালমিয়া।এই নাম এমন একজনের, যিনি মিশে আছেন বাংলাদেশ ক্রিকেটের প্রতিটা
ভাঁজে।বিশ্ব ক্রিকেটের বাংলাদেশ চেহারা তিনি পাল্টে দিয়েছিলেন।আমাদের
টেষ্ট ষ্ট্যাটাস প্রাপ্তি থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি
বাংলাদেশের সাথে ছিলেন ছায়ার মত। যার সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের রয়েছে এক
নির্মল বন্ধুত্বের সম্পর্ক।ডালমিয়া যেন ক্রিকেটেরই সমার্থক এক নাম।।
বাংলাদেশী ক্রিকেট প্রেমীরা জগমোহন ডালমিয়া’র মৃত্যুতে শোকাহত। বাংলাদেশী
ক্রিকেট প্রেমীদের পক্ষ থেকে সশ্রদ্ধ ভালবাসা রইলো জনাব জগমোহন ডালমিয়ার
জন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন