বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

এটাই নিয়তি রে পাগলা। অপরের নামে যে অপবাদ দিবা একদিন সে অপবাদে তোমাকেই অপরাদি হতে হবে

নিজের চারপাশে দেয়াল তুলে বসে থাকা মেয়েটাকে অসামাজিক উপাধি দেয়ার আগে তোমাদের সো কলড সমাজের শুদ্ধতার লিটমাস টেস্ট করে নিও। বুঝে যাবে বিচারের যোগ্যতা আসলেই কারো আছে কিনা
.
চুপচাপ নিজেকে আর ভালোবাসার গিটার টা নিয়ে ব্যাস্ত থাকা ছেলেটাকে নষ্ট ছেলে বলার আগে জেনে নিও তোমাদের চোখে ভাল যারা তাদের রাত্তিরের ও গলিতে আমোদে যাওয়া
.
রাস্তার ধারে বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকা উচ্ছল বালিকার উচ্ছলতাকে তোমাদের সংকীর্ণতার টেস্টটিউবে ঢুকিয়ে এক ঝাকিতে নষ্ট মেয়ে ঘোষণা করার আগে তোমাদের ঘরের লক্ষীর পরের খবর জেনে নিও
.
ঝাকড়া চুলের অবাধ্য তরুণ যার কিনা কবিতা ছাড়া আর কিছু নিয়ে মাথাব্যাথা নেই তার এই বাউন্ডুলেপনা তোমাদের কি এমন ক্ষতি করল বুঝিনা। নাহলে তার জীবনটাকে তোমাদের দু বেলার গপ্পো বানানোর কারণইটা বা কি?
.
পেছনের বেঞ্চে যে ছেলেটা বসে একা একা ছবি আকে, সে ছেলেটা কবে তোমাদের দু বেলার খাবার কেড়ে নিয়েছিল। তাকে এবনরমাল বলে না গুতালে নাকি তোমাদের পেটের খাদ্য হজম হয়না
.
চার তলার বাসায় নতুন আসা মেয়েটা কে তোমাদের মুখরোচক আড্ডায় ডিভোর্সি বলে ঘোষণার মধ্যে তোমরা কোন ধরণের মানসিক যৌনসুখ লাভ করো। থাকুক না জীবন সংগ্রামে ব্যাস্ত মেয়েটা নিজের মত। তাকে ডিভোর্সি বলার আগে এটা খোজ নাও তোমার নিজের পুরুষ প্রতি শনিবারে কেন লেট করে ফেলে? বুঝে যাবে অন্যের ঘরের থিসিস করতে করতে কখন যেন নিজেদের ঘরের চালা উড়ে গেছে
.

.
তোমাদের ধরে বেধে দেয়া একাডেমিক সাফল্যকে তোয়াক্কা না করে যে ছেলেটা ক্যামেরা নিয়ে খুটখাট করে, হয়ত তার ক্যামেরাটা তোমাদের আমাশয়ের কারণ হয়েছে। নাহলে তার ছবি তোলা নিয়ে এত কেন মাথা ব্যাথা তোমার
.
পাশের বাসার কোন মেয়েকে নাকি পেট ফুলা লেগেছে ,নিশ্চয়ই কোন খারাপ কাজ করেছে, তোমরা যখন এ জাতীয় বিচার বসাও ,গিয়ে খোজ নাও সেসময় তোমাদের নিজের সন্তানেরা লুকিয়ে ছাপিয়ে কিসব করে। এটাই নিয়তি রে পাগলা। মানুষের নামে যে অপবাদ দিবা একদিন সে অপবাদে তোমাদের সালিশ বসবে
.
তোমরা যারা নিজেদের গণআদালত বসিয়ে রাত দিন আশেপাশের মানুষকে বিচার করতে ব্যাস্ত থাক তোমাদের জন্য আফসোস লাগে। একটা পিপড়ার ও বেচে থাকার মত নিজের একটা জীবন আছে। তোমাদের সেটাও নেই। তোমরা যারা একা বেচে থাকা মেয়েটাকে ,গিটার বাজিয়ে চলা ছেলেটাকে ,ছবি একে চলা অবুঝটাকে এক নিশ্বাসে বাতিলের খাতায় ফেলে দেয়ার আগে এক সেকেন্ডের জন্য ভাবনা ,তোমাদের দেখলে করুণা হয়। আফসোস দুনিয়া মঙ্গলে চলে গেল ,আর তোমরা এখনো উপরের তলার মেয়েটার খাটের নীচে কি আছে সেইখানে পরে রইলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন