শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

স্মার্ট সমাজ

আমাদের বর্তমান ‪#‎স্মার্ট‬ সমাজ আমাদের অনেক কিছুই আধুনিক করে দিয়েছে।
আর তাই তো আমরা রাস্তায় যখন কোন অসহায় কুকুরের বাচ্চা দেখি তখন আমরা লোক দেখনোর জন্যই হোক না কেন বা ‪#‎আবেগের‬ বশবর্তী হয়েই হোক না কেন আমরা ওই ‪#‎কুকুরেরবাচ্চাটাকে‬ পরম মমতায় নিজেরকাছে নিয়ে যাই।
কিন্তু রাস্তায় বা রেল স্টেশন এ কোন ‪#‎মানুষএরবাচ্চা‬ এসে যদি আমাদের কাছে খাবার কিনার জন্য অল্প টাকা চাই,তাহলে আমরা তাই দিতে চাই না।অল্প কিছু মানুষ দিতে চাইলেও নিজের কাছে এনে রাখতে কেউই চাই না।আর চাইবেই বা কেন???
আনলেই তো মানুষ কত কিছু ‪#‎জিজ্ঞেস‬ করবে।বরং তখন ওর বাবা মাকে গালি দিয়ে জায়গা ত্যাগ করাটাই শ্রেয়।।।কিন্তু মজার বিষয় টা হলো যার বাবা মাকে গালি দিই সেই জানে না তার বাবা মাকে???
আমাদের এই আপগ্রেডেড সমাজ আমাদের প্রতিবাদ করতে শিখেয়েছে কাল্পনিক জগতে।এই কাল্পনিক জগত সত্যিই খুব অদ্ভুত।।মানুষ কে কল্পনা করতে শিখিয়েছে মানবতা টা শিখাতে
পারে নি।।।তবুও আমরা সভ্য সমাজেরউত্তরাধিকারী।।
ভাবতেই কি অবাক লাগে!!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন