শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

ছেলেধরা হইয়েন না

আপনি যদি একটা ছেলেকে রোজ আক্ষরিক অর্থে ‪#‎নাচিয়ে‬ যাচ্ছেন, কিন্তু মনে করছেন সে হাদারামের মত সেটা বুঝতেছে না…তবে শুনে রাখুন যে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন।
ছেলেটার মন একাধিক বার তাকে সতর্ক করে!!!! কিন্তু ছেলেটা কোন স্টেপ নেয়না।
সে আপনাকে তার নিজের অবচেতন মনের চেয়েও অনেকে অনেক বেশি ‪#‎বিশ্বাস‬ করে।
সেই বিশ্বাস টা ভাংগার আগে একবার ভেবে দেখেছেন কি শুধু মাত্র আপনার জন্য কিন্তু ছেলেটার পুরো মেয়ে জাতির উপর থেকে ‪#‎রেস্পেক্ট‬ উঠে যেতে পার ??
কাউকে ভাল না লাগলে ধুর ধুর করে তাড়িয়ে দেন, সমস্যা নাই। কিন্তু কাউকে মিথ্যা আশ্বাস দিয়েন না, সপ্ন দেখায়েন না, তাকে মাঝ রাস্তায় আটকায়ে রাইখেন না… ‪#‎ছেলেধরা‬ হইয়েন না…প্লিজ।
বুঝি…কাপড়ের পুতুল এর চেয়ে জলজ্যান্ত, আবেগী টাইপের রক্তমাংশের মন নিয়ে ‪#‎খেলতে‬ অনেকেরই অনেক ভাল লাগে। কিন্তু নিজেরে কন্ট্রোল করেন,কন্ট্রোল করা শিখেন । আমাদেরও তো কতজনরেই ইচ্ছামতন পিডাইতে ইচ্ছা করে। পিডাই কি? বরং কন্ট্রোল করি ।
একটা ছেলে যতটুকু আবেগ-অনুভুতি, সততা দিয়ে ‪#‎ভালোবাসার‬ মানুষটিকে আগলে রাখতে পারে ঠিক ততটাই নির্মমভাবে খেলার সময় ফুটবলে লাথথি ও মারতে পারে…কখনো কখনো সেটা এ প্রান্ত থেকে ও প্রান্তের বারপোষ্টে পৌছে যায়।
ভালো মানুষটা কে হজম করতে পারছেন না আর খারাপ মানুষটা কে কিভাবে সহ্য করবেন…চিন্তা করেছেন কখনো ???

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন