শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

অর্র্থনৈতিক পার্থক্য

#‎অর্থনীতি‬ নিয়ে অনেকে মাথা ঘামাতে চায় না।কিন্তু মজার বিষয় হলো জীবনটা অর্থনীতিময়।
অর্থনীতি ঘিরে আছে মানুষের ব্যাক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন। শতকরা নব্বই ভাগ সামাজিক ‪#‎সম্যার‬ মূল কারণ এই অর্থনীতি।
একটা ‪#‎উদাহরণ‬ টানা যাক।
রাজধানীর সবচেয়ে বড় সমস্যা ‪#‎ট্রাফিক‬ জ্যাম । জরিপে দেখা যায় মোট জ্যাম সৃষ্টিকারী গাড়ির ৭০-৮০% প্রাইভেট কার । অথচ এই ৮০% গাড়ি মাত্র ৭-৮% লোকের চাহিদা মেটাতে গিয়ে জ্যামযট সৃষ্টি কর।
যদি শহরের ভিতরে গাড়ি ব্যবহার না করে ‪#‎গনপরিবহন‬ ব্যবহার করেন তবে একদিনেই এই সমস্যা উদাও হয়ে যাবে। কিন্তু তারা এটা কখনোই করবে না।
বাংলাদেশর অর্থনৈতিক প্রেক্ষাপটে গাড়ি হলো ‪#‎আভিজাত্যর‬ প্রতীক। সমাজের ৮/১০ জনের সাথে তাদের যে বিশাল অর্র্থনৈতিক পার্থক্য তা দেখাতে হবে না !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন