শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

মানুষ হবার পালা

তোমার বাবা ‪#‎শিল্পপতি‬, আর তার বাবা সামান্য একজন ‪#‎দিনমজুর‬,
তুমি সবসময় দামী ব্র্যান্ডের জিনিসপত্র ইউজ করো আর সে সস্তা নন-ব্র্যান্ড,
প্রতি বছর তুমি গাড়ির মডেল চেঞ্জ করো, আর তার পকেটে লোকাল বাসের ভাড়াটাও থাকে না.......
গাড়ির মডেলের চেয়েও দ্রুত তোমার ‪#‎গার্লফ্রেন্ড‬/বয়ফ্রেন্ড চেঞ্জ হয়, আর সে কাউকে প্রপোজ করার সাহস ই পায়না,সেমিস্টার ব্রেকে তুমি ‪#‎সুইজারল্যান্ড‬ বেড়াতে যাও আর সে টিউশনি থাকবে না বলে মাবাবাকেও দেখতে যেতে পারেনা......
‪#‎কেএফসি‬, পিজা হাট ছাড়া তুমি নাস্তা করো না, আর সে সর্বোচ্চ পাড়ার চায়ের দোকানে যায়,হাঁচি দিলেও তুমি মাউন্ট এলিজাবেথ এ চেক-আপ করাও, আর সে জ্বরে পুড়ে মরলেও ডাক্তারের ফিস্ আর ওষুধের ভয়ে রুমেই ‪#‎অজ্ঞান‬ হয়ে পড়ে থাকে,রাস্তা দিয়ে হেটে গেলে সবাই তোমার দিকে একবার তাকাতে বাধ্য, আর সে তোমার দিকে তাকাতেও সাহস পায়না............
তাই বলে তাকে খোটা দেয়া বা ‪#‎তিরস্কার‬ করার কোন অধিকার তোমার নেই। সময় থাকতেই মেধাবী হয়েছো, সময় থাকতেই ধনী। এবার তোমার ‪#‎মানুষ‬ হবার পালা।
সময় থাকতেই মানুষ হও। নাহলে অন্য মানুষ জোড় করে ধরে মানুষ করে দেবে।
তখন কিন্তু মনের পাশাপাশি ‪#‎গায়েও‬ ব্যাথা লাগবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন