রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫

বিশ্বাসের অশ্রু ভালবাসা

এক গুচ্ছ গোলাপ হাতে ধরিয়া ছেলেটা বলল, আমি তোমাকে ভালোবাসি!
মেয়েটি অবাক হয়ে চেয়ে আছে ছেলেটির দিকে ! এক হাঁটু মাটিতে ছুয়ে আছে । দু হাত গোলাপ সহ মেয়েটির সামনে উচু করে ধরে । মেয়েটি ছেলিটির দিকে এক পলকে চেয়ে আছে কিন্তু মেয়েটির চোখ দিয়ে ঝর ঝর করে জল ঝরে পড়ছে । মেয়েটি ফুল হাতে নিয়ে আরও ভীষণ জুড়ে কাঁদতে লাগলো ।
মেয়েটির চোখে পানি দেখে ছেলেটি একটু মুচকি হেসে দিয়ে - আবার বলল, কই ফুল গুলো দেখি,
আমি আসলে দুষ্টুমি করছিলাম, আমি তোমাকে ভালোবাসি না!
মেয়েটা অবাক!! কি বললে তুমি !! আমাকে তুমি ভালবাস না !!
ছেলেটি বলল-: তোমাকে সারাজীবন ভালোবাসার কথা না বলে থাকতে পারব, কিন্তু তোমার চোখের পানি আমি সইতে পারব না ! পারব না !
মেয়েতিবলল : আমি প্রতিদিন হাজারটা বার কাঁদতে চাই সুখে, তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনে



! এটা আমার কান্না না এটা আমার বিশ্বাসের আর ভালবাসার উপহার তোমার জন্য ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন