শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

আমি আমার 'এইম ইন লাইফ'

ছোটবেলায় পিস্তল নিয়ে খেলতে ভালো লাগতো তাই ভেবেছিলাম ‪#‎পুলিশ‬ হবো...
আরেকটু বড় হতেই মনে হলো,জঙ্গি বিমানের ‪#‎পাইলট‬ হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে...খালি উড়বো আর মারবাে.....
মাঝখান দিয়ে জাহাজের ‪#‎কাপ্তান‬ হওয়ার ক্ষীন আশাও মনে উঁকি দিয়েছিলো..
এরপরই মনে হলো আজানা ‪#‎দ্বীপেরবাসিন্দা‬ হই...ঘুরব ফিরব...মজাই মজা...
তবে আমি কখনো একা থাকতে চাইনি...তাই দ্বীপ থেকে ফিরে আসলাম শহরে.....মানুষের মাঝে....তবে ছোট শহর..একেবারে কোলাহল নেই নিজের মতো করে থাকা যায়....এমন
আমার এক জীবনে অনেক গুলো 'এইম ইন লাইফ' যার কোনটার সঙ্গে কোনটার মিল নেই.আর এই কারণেই জীবনের সঙ্গে ও কোন মিল নেই......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন