#গরুরহাট
দেখতে যাওয়া, কোন হাটে কয়টা বড় গরু দেখা গেছে ভালভাবে মনে রাখা খুবই দরকার
ছিল । ঈদের ছুটির পর যখন স্কুলে যাবো তখন গল্পের ঝুড়িতে আমার শাসন চলবে।
বন্ধুরা অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে গরুর গল্প শুনবে। ভাবই আলাদা।
যদিও গরুর হাটে যেতে বেশ #ভয়পেতাম।
আমাদের সকলেরই ছোটবেলা অনেক মজার মজার #গল্পআছে।
#ঈদগায়ে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে থাকতো। #কোলাকোলি করার মুহূর্তটাতে নিজেকে মনে হতো ইশ কেন যে ছোট হলাম !দাঁড়িয়ে দাড়িয়ে দেখতাম আর ভাবতাম যদি আমার সাথে কেউ যদি কোলাকোলি করতো!
ঈদগায়ে সবাই যখন #সেজদায় আমি তখন দাঁড়িয়ে দেখতাম হাজার হাজার মানুষ একসাথে সেজদায় ! যদিও এই কাজ করা মোটেও উচিত না, তবুও বুঝতে হবে ছোট ছিলাম তো ।
কোরবানির ঈদে #কাটাকাটি নিয়ে সবার মাঝে অনেক উত্তেজনা ছিল। আমি শুধু বসে থাকতাম আর দেখতাম যেন পরে গিয়ে স্কুলে #বন্ধুদের গল্প বলতে পারি।কিন্তু অনেক রক্ত একসাথে দেখলে ভয় লাগতো।
আমাদের সকলেরই ছোটবেলা অনেক মজার মজার #গল্পআছে।
#ঈদগায়ে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে থাকতো। #কোলাকোলি করার মুহূর্তটাতে নিজেকে মনে হতো ইশ কেন যে ছোট হলাম !দাঁড়িয়ে দাড়িয়ে দেখতাম আর ভাবতাম যদি আমার সাথে কেউ যদি কোলাকোলি করতো!
ঈদগায়ে সবাই যখন #সেজদায় আমি তখন দাঁড়িয়ে দেখতাম হাজার হাজার মানুষ একসাথে সেজদায় ! যদিও এই কাজ করা মোটেও উচিত না, তবুও বুঝতে হবে ছোট ছিলাম তো ।
কোরবানির ঈদে #কাটাকাটি নিয়ে সবার মাঝে অনেক উত্তেজনা ছিল। আমি শুধু বসে থাকতাম আর দেখতাম যেন পরে গিয়ে স্কুলে #বন্ধুদের গল্প বলতে পারি।কিন্তু অনেক রক্ত একসাথে দেখলে ভয় লাগতো।
কোরবানি মানেই #আত্মত্যাগ
সেটা আব্বা-আম্মার কাছ থেকে শুনে শুনেই মুখস্ত করা ছিল, কিন্তু তখন তার
প্রকৃত ফজিলত জানা ছিল না । এখন আর রক্ত দেখলে ভয় পাই না অনেক বড় হয়ে গেছি !
জবাই করার সময় গুরুর দমে ধরাও শিখে গেছি।#আল্লাহ্র জন্য কোরবানি করতে আবার ভয় কিসের ।
শেষ করার আগে একটা #রিকোয়েস্ট সবার কাছে। আমাদের ছোট্ট কুমিল্লা শহরটাকে #পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবার । আমরা সবাই যদি এবার একটু সতর্ক হই তাহলে অন্যান্য বছরের মত অপরিচ্ছন্ন #কুমিল্লা শহর এবার আর দেখা যাবে না।
সবার ঈদ ভাল কাটুক।#ঈদমোবারক
শেষ করার আগে একটা #রিকোয়েস্ট সবার কাছে। আমাদের ছোট্ট কুমিল্লা শহরটাকে #পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবার । আমরা সবাই যদি এবার একটু সতর্ক হই তাহলে অন্যান্য বছরের মত অপরিচ্ছন্ন #কুমিল্লা শহর এবার আর দেখা যাবে না।
সবার ঈদ ভাল কাটুক।#ঈদমোবারক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন