রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫

ওয়ার্ডপ্রেস সাইট হ্যাক করে নিজেই হয়ে জান ওয়ার্ডপ্রেস হ্যাকার

ওয়ার্ডপ্রেস সাইট হ্যাক করবেন?এর জন্য আপনার যা যা প্রয়োজন।


১) Virtual Box
২) Kali Linux
৩) WPScan

যাদের যাদের Kali linux ডাউনলোড করা আছে তাদের নতুন করে ডাউনলোড করার প্রয়োজন নেই।
চলুন তাহলে কাজ শুরু করা যাক।
১) Kali Linux টা ওপেন করুন Virtual Box এর মাধ্যমে। আপনার কালি লিনাক্স টা যদি ফুল ভার্সন হয়ে থাকে তো WPScan টা ইন্সটল করাই থাকবে।  চার্চ করুন wpscan লিখে। পাওার পর  টুলস টা ওপেন করুন।
নিচের মত ভিউ করবে।



২) এর পর আপনাকে কিছু কমান্ড দিতে হবে। নিচে কমান্ডটি দেওয়া হল, screenshort সহ  ।
wpscan --url http://www.example.com --enumerate u
 example.com এই জায়গার মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত সাইট এর লিঙ্ক দিন  এবং বাকি অংশ লিখে প্রেস ENTER চাপুন।


৩) এখন কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখবেন আপনার কাঙ্খিত সাইটটির  সকল তথ্য আপনাকে দিচ্ছে।
যেমন ধরুন ঃ
= থিমস নেম
= ওয়ার্ডপ্রেস কোন ভার্সন ব্যবহার করছে
= কি কি প্লাগিন ব্যবহার করছে
ইত্যাদি ইত্যাদি .
কিসুক্ষন পর দেখবেন ওই সাইটের  ID এবং Username আপনাকে দেখাচ্চে।আপনার ID  নেমটা প্রয়জন।


৪) এর পর root@kalilinux :-#  এর পরে আরেকটা কমান্ড দিতে হবে  নিচে কমান্ডটা দেওয়া হল।
wpscan --url http://www.example.com --wordlist /root/Desktop/list.txt --username { এই খানে LOGIN এর যে নেমটা পেয়েছেন ওইটা বসান, কোন ব্র্যাকেট হবেনা } --threads 1

EXAMPLE :  wpscan --url http://www.example.com --wordlist /root/Desktop/list.txt --username admin --threads 1

প্রেস ইন্টার। কিছুক্ষণ অপেক্ষা করুন  এর পর মজা দেখেন।
৫)  



ডাউনলোড লিঙ্ক ঃ
১) kali linux     32 bit Download     64 bit Download   .
২) Virtual box Download
৩) Wpscan Tools Download

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন