শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

হেপি ফেসবুকিং

ফেসবুক চালাতে চালাতে ভাউচুয়াল লাইফটাকে এখন অনেক আপনের মত হয়ে গেছে।এখন ফেসবুকে ঢুকলে কেমন জানি বেশিই পরিচিত মনে হয় বিশেষ করে মনে রিয়েল লাইফের মত।

যেমন ধরেন প্রোফাইল টাকে মনে হয় নিজের ঘরের মত। যেটা নিজের ইচ্ছা মত সাজিয়ে রাখা হয়। আপন যায়গার মত।

স্টাটাস বাটনটাকে দেখলে মনে হয় ডাইরির কথা, যেখানে ইচ্চা মত কত কিছুই না লিখি ।

লাইক বাটনটাকে দেখলে মনে হয় দেয়ালে টানানো কেলেন্ডারের কথা যেখানে ইচ্ছা মত ছবি দিয়ে ওয়ালটা ভরপুর,

ফ্রেন্ডস বাটনটাকে দেখলে মনে হয় মোবাইলের কন্টাক্ট লিস্টের মত। পরিচিত অপরিচিত কতজনের সমাহার।

ফলোয়ার/ফলোয়িং বাটনটাকে দেখলে মনে হয় রাগ করা একদল বন্ধুদের কথা।(যারা অভিমানে কথা বলে না)।

হোমে গেলে মাঝে মাঝে মনে পাড়ার চায়ের দোকানের বেঞ্চিতে আছি যেখানে ফ্রীতে সবাই খবরা খবর জানা যায়।

নটফিকেশন বাটনে ক্লিক করলে মনে হয় কুটনি বুড়ির কথা যে খাওয়া দাওয়া এমনকি নিজের কাজ বন্ধ করে সারা পাড়া এইজনের ঐজনের কথা বলে বেড়াচ্ছে।

ফাইন্ড ফ্রেন্ডস বাটন টা দেখলে মনে হয় কলেজে নতুস আসছি পরিচিত হয়ে বন্ধু বানিয়ে নেওয়ার কথা।

ম্যাসেজ বাটন দেখলে আগেকার ঐ ডাকঘরের কথা মনে পরে,যেখানে হাজারো জনের মনের কথা লিখা থাকত।

গ্রুপ দেখলে মনে পরে পাড়ার ক্লব গুলির কথা যেখানে কতজনে কতরকমের আড্ডা যে দেয়।

চ্যাট বাটনে চাপার পর মনে হয় হাই স্কুলের রুমে আছি এখন রুল কল হচ্ছে। কে কে ক্লাসে আসছেন।

আরও কত কি লেখে শেষ করা সম্ভব না। এখন ফেসবুকে না ঢুকলে কেমন জানি লাগে
তবুও ভাল আছি এই ভাউচুয়াল লাইফটাকে নিয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন