বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

শালার সামাজিকতা

কোন ছেলেকে চোখের কালি মোছার অসহায় চেষ্টা করতে দেখেছেন? কারও প্রতি মুগ্ধ হয়ে যাওয়া ছেলেটার অসহায় স্বীকারোক্তি টুকু শুনেছেন ? শুনেছেন হয়ত অনুভব করেননি......

হয়ত এক শব্দে বলে ফেলেন ছেলেদের মন নেই , ছেলেরা অমানুষ জানেন এ অমানুষই সামাজিকতার কারণে মুগ্ধ হয়া মেয়েটির জন্য কিছু করতে না পারার অক্ষমতায় দেয়ালে মাথা কুটা দেখেছেন।

জানেন না, জানতে হলে বুঝতে হবে,মেয়ে তুমি রুক্ষতা দেখেছ বন্যতা দেখনি, মেয়ে তুমি শুধু ওই বাহিরটা দেখেছ অন্তরের শিশুটিকে চেননি।

গত কয়েকটা দিন বার বার এক জনের প্রোফাইল দেখছি কিন্ত Request বা Text Button এ গিয়েও আঙ্গুলটায় কেন যানি শক্তি পাচ্ছি না ? শালার সামাজিকতা মেইনটেইন করতে করতেই জীবন গেল।

রেস্টুরেন্টে যাইয়া চেক ইন কি দিমু? বার্গারের মাঝখানে মেয়ের মুখ দেখতে পাই। বেক্কলের মত চিকেন বার্গারের ভেতর হোম স্যাপিয়েন্সে মেয়ের মুখ দেখি। ভাবি চাবায় চাবায় খামু কেমনে।

যানি না কেন এমন টা হচ্ছে আমার সাথে,কোন একটা কিছু কাজ করছে আমার মাঝে কিন্তু ওই যে সামাজিকতা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন