যখন কারো প্রতি আকর্ষণ বা মায়া বাড়তে থাকে তখন তার তুচ্ছ ব্যাপারগুলোও
বেশ মোহাচ্ছন্ন করে রাখে। এই আকর্ষণ বা মায়াজনিত ব্যাপারগুলো খানিকটা দলা
পাকানো শুভ্র মেঘের মতো মনের আকাশটাকে ঘিরে রাখে।
তবে হয়তো এই আচ্ছন্নতা চিরকাল থাকে না। শুভ্র মেঘ যেমন একসময় কালো প্রকান্ড রূপ ধারণ করে তীব্র বর্ষণের ইঙ্গিত দেয়, তেমনি মনের বিশুদ্ধ আবেগগুলোও হয়তো সময়ান্তরে অবজ্ঞাপূর্ণ সম্পর্কগুলো এক পশলা বৃষ্টি হয়ে হারিয়ে যায়। আর ইশারা করে নতুন করে আবারও খানিকটা দলা পাকানো শুভ্র মেঘের।
তবে হয়তো এই আচ্ছন্নতা চিরকাল থাকে না। শুভ্র মেঘ যেমন একসময় কালো প্রকান্ড রূপ ধারণ করে তীব্র বর্ষণের ইঙ্গিত দেয়, তেমনি মনের বিশুদ্ধ আবেগগুলোও হয়তো সময়ান্তরে অবজ্ঞাপূর্ণ সম্পর্কগুলো এক পশলা বৃষ্টি হয়ে হারিয়ে যায়। আর ইশারা করে নতুন করে আবারও খানিকটা দলা পাকানো শুভ্র মেঘের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন