রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

তবুও সবাই খুশী থাক

জীবনটা অপরকে খুশী করতে করতেই পার হইয়া গেল হাজারো ছোট খাট খুশি আছেই
তার সাথে আছে খুশী না হওয়ার নানা কারন , যেমন:-

পাড়ার গলির মোড়ে দাড়াইয়া থাকলে ‪#‎আঙ্কেলরা‬ খুশী না
পাশের বাসার আন্টির প্রতি কথায় জি হুজুর না কইতে পারলে ‪#‎আন্টি‬ খুশীনা

ঈদে চান্দে মাল না খাওয়াইলে ‪#‎বন্ধু‬ খুশীনা
দশ হাজার টাকার বেতনের জব পাইয়া বারো হাজার টাকার ট্রিট না দিলে ‪#‎কেউই‬ খুশী না

হানিমুনে পাতায়াতে না নিয়া গেলে ‪#‎বউ‬ খুশী না
জামাইর মায়ের অন্যায় আবদার সহ্য না করলে ‪#‎জামাই‬ খুশী না

বসেরে আলগা তেল না মারলে ‪#‎বস‬ খুশী না
নেতার পা না চাটলে ‪#‎নেতা‬ খুশী না

আত্মীয় স্বজনের ইন্টারফেয়ার কে ওয়েলকাম না জানাইলে ‪#‎আত্মীয়‬ খুশী না
জায়গা সম্পত্তি না বানাইয়া মইরা গেলে ‪#‎পোলামাইয়া‬ খুশী না

বোনের গায়ের রং কালো হলেও ভাইয়ের বউ এর রং সাদা না হইলে ‪#‎বোন‬ খুশী না
এমন কি ‪#‎রিকশাওয়ালারে‬ পাচ টাকা না বাড়াইয়া দিলে রিকশাওয়ালাও খুশী না

সবাইরে খুশি করতে করতে নিজের খুশির কথা মনেই থাকে না!জীবনটা ই এমন-------নিজের জন্য বাঁচা নয়।প্রতিটা মুহুর্ত অন্যের ৩২ টা দাঁত দেখানো ভেটকির জন্য এই জীবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন