রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

বেশি কথা বলে



তারাই বেশি কথা বলে যারা পৃথিবীতে খুব বেশি একা বা যারা নিজের মধ্যে একাকিত্ব অনুভব করে।
তিল তিল করে কষ্ট পাওয়া এ মানুষগুলো তাদের জমে থাকা মনের কথাগুলো কাউকে সহজে খুলে বলতে পারেনা।চেপে রাখা কষ্টগুলো কাউকে দেখাতে পারেনা।
তাই যখনই তারা তাদের মনের কথাগুলো কাউকে বলার মত সুযোগ খুঁজে পায়,তখন তারা এতদিনের চেপে রাখা কষ্টগুলো,কথাগুলো এক নিমিষেই উগরে দিতে চায়।তাদের মনের অব্যক্ত ভাষাগুলো চিৎকার করে জানিয়ে দিতে চায়।
আর তখন অন্য মানুষগুলো ভাবে,অপ্রয়োজনে,ছেলেটি,মেয়েটি অনেক বেশি কথা বলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন