রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

বাংলাদেশ যদি মা হয় হিন্দু আর আদীবাসিরা হচ্ছে সে মায়ের অবহেলিত পালক সন্তান


গাজিপুরের ১১ বছর বয়সী মেধাবী মেয়েটি পি এস সিতে এ প্লাস পেয়ে ক্লাস সিক্সে উঠেছিল। চোখে আরো বড় হবার স্বপ্ন। কিন্তু সেই মেয়েটারও অপরাধ ছিল সে হিন্দু। স্কুল থেকে ফেরার পথে মেয়েটিকে অপহরণ করা হয়। এরপর মোল্লা ডেকে এনে কলেমা পড়িয়ে জোর করে মুসলিম বানানোর চেষ্টা করা হয়। একটানা ৫৫ দিন ধরে আটকে রেখে মেয়েটিকে ধর্ষণ করা হয়। 
 
২০০১ সালের নির্বাচন পরবর্তী হিন্দু নির্যাতনের ঘটনা।পূর্ণিমা রাণীর অপরাধ ছিল সে হিন্দু। যখন পাশের ধানক্ষেতে জানোয়ারেরা কিশোরি পূর্ণিমা কে ধর্ষণ করছিল তখন পূর্ণিমার মা শেষমেষ উপায় না পেয়ে এমন কথাটা বলল যেটা বোধহয় পৃথিবীর ইতিহাসে আর কোন অসহায় মা বলেনি। মেয়েকে বাচাতে সেদিন ধর্ষকদের বলতে বাধ্য হয়েছিল
" বাবারা তোমরা একজন একজন করে যাও। আমার মেয়েটা ছোট"
মেয়ে ছোট হলেও পূর্ণিমার একমাত্র অপরাধ ছিল সে হিন্দু


হিন্দু মেয়েকে ধর্ষণ মনে হয় আজকাল মৌলিক অধিকার হয়ে যাচ্ছে।

গতবছরের জানুয়ারীর ১৫ তারিখে মানিকগঞ্জে সরস্বতী প্রতিমা যে কি কারণে ভাঙ্গা হল সেটা কেউ জানেনা? স্থানীয় এক ছাত্রলীগ নেতা পূজা মন্ডপে এসে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার না পেয়ে শেষমেষ সেই রাগ সরস্বতি পূজার উপর উঠায় ভাংচুর করে। যা বুঝলাম মোবাইল নম্বর না পাওয়ার পেছনে বোধহয় দেবী সরস্বতী দায়ী

হিন্দু মেয়েদের পাশাপাশি নিষ্প্রাণ প্রতিমা যে প্রতিবছর ভাংচুর করা হয় সেসব দূর্গা, সরস্বতী প্রতিমার যদি বলার ক্ষমতা থাকত তাহলে তারাও বোধহয় বলত
" আচ্ছা দোষটা কি আমি হিন্দুদের দেবী হওয়ায়?"

১৯৫১ তে হিন্দুদের সংখ্যা যেখানে মোট জনসংখ্যার ২২ পার্সেন্ট ছিল সেটা ২০১৬ তে ৮.৫% এ নেমে ২০৩০ এসে ৫% এ ঠেকবে। আর কিছুদিন পরেই এ বঙ্গভূমিতে হিন্দুদের দেখা শুধু ইতিহাসের বইতে পাওয়া যাবে।

যে হিন্দু পুরোহিত কে হত্যা করা হল আফসোস সেটি আমাদের মাথা ব্যাথার কারণ হতে পারেনি। তাতে অবশ্য মুসলিমদের আর সরকারের কোন মাথা ব্যাথা নাই। বাংলাদেশে হিন্দু জন্মান পাপ। সেখানে হিন্দুরা কারো কাছে মালাউন কারো কাছে ভোট পাওয়ার র ম্যাটেরিয়াল। যে দেশটাকে আমাদের দেশ বলে চিনতাম সে বাংলাদেশে হিন্দুরা কারো কাছে মানুষ না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন