বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬

তেরোজন তেরো কথা বলবে

কে, কি মনে করলো সেইটার কেয়ার করলে আসলে জীবনে আর আগাইতে পারবেন না। একটা কাজ শুরু করলে তেরোদিক থেকে তেরো কথা আসবে।
আপনি হয়ত ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেন। ভর দূপুরে দৌড়ান প্র্যাকটিসের জন্য। আশেপাশে অনেকেই বলবে
- ক্রিকেটার হবে ঢং
- পড়ালেখা নাই
আপনি হয়ত মঞ্চ নাটক করতে চান। তিনদিক থেকে কথা আসবে
- ব্যাটা মাইয়া দেখতে যায়
- হাফ লেডিস নাটক করে
- সব নষ্টামি
আপনার লেখালেখির ইচ্ছা লেখালেখি শুরু করেছেন। ডিসকারেজ করার মানুষের অভাব হবে না
- কি লাভ এইসব কইরা
- কবি হবে কবি
পাবলিকে টিকেন নাই। প্রাইভেটে পড়েই বড় কিছু করার স্বপ্ন। এমন কি পরিবার থেকেই আঙ্গুল উঠবে
- লাভ কি পইড়া। প্রাইভেট তো প্রাইভেটই
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পইড়াও লাইফে কিছু করার স্বপ্ন। টিটকারি মারবে
- লাভ কি সার্টিফিকেট তো ওই ন্যাশনালের
থিং ইজ স্কুল পালাইলেই যেমন রবীন্দ্রনাথ হওয়া যায়না তেমন এটাও সত্য লাইগা থাকলে ঠিকি হুমায়ূন আহমেদ ,আব্দুল্লাহ আবু সায়ীদ কিংবা মাশরাফি হওয়া যায়।
শুধু ঘাড়ের রগ একটা ত্যাড়া থাকলেই হয়। তেরোজন তেরো কথা বলবে। ত্যারা ঘাড়টা নারাইয়া বীচ প্লিয বইলা নিজের কাজটা চালাইয়া যাইতে হবে
রিমেম্বার ,নড়াইলের সে ছেলেটাও জানত না একদিন সে নড়াইল এক্সপ্রেস হবে। যে দেশে মাশরাফির মত স্বপ্নবাজ পাগলা আছে সে দেশের ছেলে মেয়েদের স্বপ্ন দেখার সাহসের অভাব হয়না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন