বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬

সাধ আর সাধ্যের মধ্যে তফাত

এ পৃথিবীতে নানান রঙ্গের কষ্ট আছে। কিন্তু আপন জন কে মন ভরে না দিতে পারার মত কষ্ট কিছুতে নেই
মিডলক্লাস_ফ্যামিলির‬ বিদেশে পড়তে আসা ছেলেটারও ইচ্ছা করে এবার ঈদে বাড়ি ফিরতে । ইচ্ছা করে ঈদে বাড়ি ফেরার সময় মায়ের জন্য ভালো একটা দামী শাড়ি কিনে নিয়ে যেতে। কলিংবেল বাজানোর পর মা দরজা খুলে দেখবে তার পাগল ছেলেটা শাড়ির জমিন খুলে হাসিমুখে বলছে
- জমিন টা আমার মায়ের সরল মুখটার মত
‪‎বোনের_আবদার‬ মেটাতে অক্ষম ভাইটারও ইচ্ছা করে এবারের ছুটিতে একটা এন্ড্রোয়েড মোবাইল কিনে বোনের কলেজের ব্যাগে ঢুকিয়ে রেখে সাথে একটা চিরকুট লিখে দিতে
- এবার থেকে দেখব হোয়াটস এপে ভাইকে কত জ্বালাতে পারিস
মানিব্যাগের_খুচরো‬ টাকা দিয়ে কেনা রক্তগোলাপ ছাড়া প্রেমিকাকে আর কিছু দিতে অক্ষম প্রেমিক ছেলেটারও ইচ্ছা করে এক গুচ্ছ চুড়ি না , হোলসেলে চুড়ির পুরো গাট্টিটা এনে সেটাকে প্রেমিকার সামনে রেখে কপালের ঘাম মুছতে মুছতে বলতে
- নে পাগলী। এবার দেখব কত চুড়ি পড়তে পারিস ,আর কত চুড়ি অভিমানে ভাংতে পারিস
এই অক্ষম মানুষগুলোর দেয়ার ক্ষমতা হয়ত নেই ,কিন্তু পৃথিবী জেনে রাখুক তাদের ভালোবাসায় এতটুকু খাদ নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন