বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬

ব্রেক আপের গতি>আলোর গতির চেয়ে বেশি

ব্রেক আপ শব্দটা দেশে নতুন আমদানী। মেক আপের চেয়ে ব্রেক আপ আজ বেশি জনপ্রিয়। কেউ কেউ তো হাওয়া বদলের জন্য ব্রেক আপ করে
- ইয়ে অনেক দিন তো থাকলাম। আমাদের মনে হয় নতুন পার্টনার খোজা উচিত। ব্রেক আপ করি চল
- হুম আমাদের মনে হয় একটা ব্রেক নেয়া উচিত
ভালোবাসায় আবার ব্রেক কিসের? নব্বইয়ের দশকে প্রেম করাত পরের কথা প্রপোজ করাই বিশাল কিছু ছিল। কাউকে ভালো লাগলে একমাস ধরে কেবল এটাই চিন্তা করত ছেলেটা কিভাবে কথা বলবে মেয়েটার সাথে। একটা ছেলে রাস্তায় দাড় করিয়ে একটা মেয়ের সাথে কথা বলার চেষ্টা করবে, ক্যামনে সম্ভব? মেয়ের থাপ্পরের সাথে সাথে গণধোলাই ও খাওয়া হইতে পারে।
মেয়ের বান্ধবী মেয়ের কাজিন মেয়ের ছোটবোন যারে পাইত তারেই দুই একদিন নাস্তা টাস্তা করিয়ে গিফট টিফট দিয়ে হাত করার চেষ্টা করত এবং এতসব ঐতিহাসিক কার্য সম্পাদনের পর মজনু সাহেব লাইলির সাথে কথা বলার জন্য যখন একটা সুযোগ পেত তখন বেকুবের মত কি বলত
- আচ্ছা আমি কি আপনার সাথে ফ্রেন্ডশীপ করতে পারি
এত কাহিনী কইরা শেষমেস ফ্রেন্ডশিপ করার প্রস্তাব।
তবে এর মানে এই নয় যে আগেকার সব ভালোবাসাই শুদ্ধ ভালোবাসা ছিল। তখনো রিলেশান ভেঙ্গে যেত। কিন্তু ব্রেক আপ শব্দটা তখন ছিলনা । আগে সম্পর্ক শেষ হইলে প্রেমিক প্রেমিকা বিরহে দেবদাস পারু হয়ে যাইত।
আজকাল উল্টা ব্রেক আপ পার্টিও হয়।
- দোস্ত লিজার সাথে ব্রেক আপ করছি।
- শাবাস, আইজ তাহলে ব্রেক আপ পার্টি দিতে হইব মাম্মা
কাহিনী দেইখা মনে হয় যেন ,ব্রেক আপ করে নাই নতুন চাকরী পাইসে
ঠিক আছে কারো ভুল হতে পারে ,মারাত্মক কোন ভুল হতে পারে ঠিক আছে এক গামলা দুধে এক ফোটা চনা পড়লে দুধ পুরোটা নষ্ট হয়ে যায়। তবে মানুষের সম্পর্ক আর এক গরুর দুধ এক জিনিস না
তোমরা যারা আঙ্গুলের এক বাড়িতে ব্রেক আপ বলে সম্পর্ক টাকে বাতিল বলে ঘোষণা কর ,একটু থাম একটু ভাব , ভুলটাকে শুধরে নেয়ার সময়টা দিয়ে মানুষ টার হাত আরো শক্ত করে ধর্। আর যদি না ধর নতুন মানুষ হয়ত পাবে ,কিন্তু সে সম্পর্ক টাকে আর পাবেনা।
সম্পর্ক সবার কপালে জোটে না। পৃথিবীর সবচেয়ে দামী হল ভালোবাসার সম্পর্ক। কেউ পেয়েও রাখে না আর কেউ আসমান জমিন খুড়েও পায়না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন