সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬

আমাদের দেশে হবে সেই ছেলে কবে,চাপায় না বড় হয়ে সাকিবের মত হবে

এক ম্যাচ ,এক সিরিজ হারলেই যারা টাইগারদের দেশের প্রতি কমিটমেন্ট নিয়া প্রশ্ন তোলে সেইসব লোকেরাই গ্যাসের চুলা সারারাত জ্বালাইয়া রাখার সময় ভাবেনা দেশের কি ক্ষতি করছে । ভাবেনা ডেস্কের নীচ দিয়া ঘুষ নেয়ার সময় গরীবের কেমনে রক্ত চুষছে । রাস্তায় ময়লা ফেলার সময় ভাবেনা পরিবেশের কি ক্ষতি করছে। রাজনীতি কইরা ধান্দাবাজির সময় ভাবেনা দেশ তাদের কারণেই এখনো পিছিয়ে আছে

যে লোক সাকিবরে বিদেশপাগলা বলে সেই লোক ভিসা পাইলে সবার আগে প্লেনের চাক্কা ধইরা ঝুইলা পরব

যে ভদ্রমহিলা সাকিব রে ভারতের দালাল বলে, দেইখা আসেন সে মহিলাই স্টার জলসার সিরিয়াল বইসা বইসা দেখতে দেখতে পাছার চামড়া তুইলা ফেলছে 

যে ছেলে সাকিবরে বেয়াদপ বলে সে ছেলের নিজের ভদ্রতার নমুনা হইল পাচ টাকা বেশী চাওয়ার লাইগা রিকশাওয়ালারে রাস্তায় ফালাইয়া পেটান

যে লোক সাকিব রে সাকিবাল বইলা তার দেশপ্রেম নিয়া প্রশ্ন তোলে সে ছেলে কোন এক রাজনৈতিক দলের ক্যাডার হইয়া দুইবেলা দেশরে বাঁশ মারে

যেই লোক সাকিবের বৌ কেন স্টাইলিশ এই কারণে বেগানা অশ্লীল নারী বইলা ফতোয়া মারে সে লোকে পাশের বাসার বাচ্চা মেয়েরে দেখেও সারারাত নিজের উথিত দন্ড নিয়া অশান্তিতে ঘুমাইতে পারেনা

যে লোক তামিমরে বিহারী বইলা নাক মুখ কুচকায়া তাচ্ছিল্য করে সে লোকরে যাইয়া যদি জিগান আপনে নিজে দেশের লাইগা কি করছেন। উত্তর পাইবেন " আজ্ঞে চেতনার চাপা মারা ছাড়া আর কিছু করি নাই। "

যে লোক অল্পবয়সী মুস্তাফিজের বয়সের উচ্ছলতায় না বুঝে করে বসা কোন ঘটনার কারণে মুস্তাফিজরে একদম ছাগুই ডাইকা বসে সে পোলার দেশপ্রেমের নমুনা হইল চিপায় যাইয়া গাঞ্জা টানতে টানতে সমাজ সংস্কারের পাগলের সুখ মনে মনে, কাগজ কুড়ায় টাকা গুণে টাইপ স্বপ্ন দেখা

এ দেশে দেশপ্রেমের চাপা তারাই ছাড়ে যারা চেতনা বেইচা, দেশ বেইচা ব্যাংক একাউন্ট ফুলান আর প্লেনের চাক্কা ধইরা ঝুলার স্বপ্ন দেখে

দেশপ্রেম শিখেন গার্মেন্টস কর্মীর সেলাই থেকে
দেশপ্রেম শিখেন কৃষকের কাস্তে থেকে
দেশপ্রেম শিখেন মুস্তাফিজের কাটার সাকিবের নাম্বার ওয়ান হওয়া থেকে
দেশপ্রেম শিখেন মাশরাফির সংগ্রাম থেকে
দুইবেলা দেশরে বাশ মাইরা ক্রিকেটারদের দেশপ্রেম নিয়া চাপা ছাড়ার আগে আয়নায় যাইয়া দেখেন আপনার চোখে মুখে চাপাবাজির লেয়ার পইড়া গেছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন