জীবন যাপনে সম্পূর্ণ সুখী মানুষের খোঁজ পাওয়া এই একবিংশ শতাব্দীতে আসলেই
খুবই দুষ্কর। নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে শতভাগ পরিতৃপ্ত কোন ব্যক্তির
খোঁজ আমার জানা নেই,আর আপনার জানা থাকলে আপনি পৃথিবীর সুখী মানুষ খুঁজে
পাওয়া সীমিত কয়েকজনের মধ্যে একজন।
আচ্ছা, সবাই-ই যদি হতাশা ও না পাওয়ার বেদনা নিয়ে বেচে থাকে, তাহলে কি পৃথিবী নামক এই গ্রহ থেকে কি স্রস্টার কৃপাদৃষ্টি কি সরে গেছে?????
না, সৃষ্টিকর্তার দয়া আমাদের উপর থেকে হারিয়ে যায় নি।নাহলে ধুলিকণাময় এই পৃথিবী তার অস্তিত্ব হারিয়ে অনেক আগেই আবার ধুলিকণায় পরিনত হত।
আচ্ছা, সবাই-ই যদি হতাশা ও না পাওয়ার বেদনা নিয়ে বেচে থাকে, তাহলে কি পৃথিবী নামক এই গ্রহ থেকে কি স্রস্টার কৃপাদৃষ্টি কি সরে গেছে?????
না, সৃষ্টিকর্তার দয়া আমাদের উপর থেকে হারিয়ে যায় নি।নাহলে ধুলিকণাময় এই পৃথিবী তার অস্তিত্ব হারিয়ে অনেক আগেই আবার ধুলিকণায় পরিনত হত।
তাহলে প্রশ্ন জাগে, সবাই কেন এই মানসিক দুর অবস্তার মধ্য দিয়ে জীবন অতিক্রম করছে??
সম্ভবত, সৃষ্টিকর্তার দানের চেয়ে তাঁর নিকট আমাদের সবার প্রত্যাশা অনেক বেশি। আমরা সকলেই প্রকৃত এবং পরক্ষ ভাবে,এখনকার চেয়ে আরএকটু ভাল জীবনযাপনের আশায় সুখ নামক মরীচিকার পিছনে ছুটে ক্লান্ত,তাই দিনশেষে আমরা আমাদের পরিক্লান্ত জীবনটাকে আরএকটু না পাওয়ার বেদনা বাড়িয়ে রাত্রিযাপন করছি।
কখনো কি আমরা ভেবেছি যে, আমাদের ঠীক কি কি ভোগ-বস্তু পেলে আমরা সুখী বলে মেনে নিব???
এর উত্তর হয়তো আমাদের কারো জানা নেই কিন্তু যখনি আমরা এর উত্তর খোঁজে পাব ঠীক ওই সময় থেকেই আমরা পৃথিবীর সবচাইতে সুখি মানব..........
সম্ভবত, সৃষ্টিকর্তার দানের চেয়ে তাঁর নিকট আমাদের সবার প্রত্যাশা অনেক বেশি। আমরা সকলেই প্রকৃত এবং পরক্ষ ভাবে,এখনকার চেয়ে আরএকটু ভাল জীবনযাপনের আশায় সুখ নামক মরীচিকার পিছনে ছুটে ক্লান্ত,তাই দিনশেষে আমরা আমাদের পরিক্লান্ত জীবনটাকে আরএকটু না পাওয়ার বেদনা বাড়িয়ে রাত্রিযাপন করছি।
কখনো কি আমরা ভেবেছি যে, আমাদের ঠীক কি কি ভোগ-বস্তু পেলে আমরা সুখী বলে মেনে নিব???
এর উত্তর হয়তো আমাদের কারো জানা নেই কিন্তু যখনি আমরা এর উত্তর খোঁজে পাব ঠীক ওই সময় থেকেই আমরা পৃথিবীর সবচাইতে সুখি মানব..........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন