মেয়ে তুমি, রাসায়নিক প্রসাধনির দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে নিজের নৈসর্গিক রূপ ঢেকে রেখো না।
মেকি রূপ ও রঙ দেখে কী হবে? আমি দেখতে চাই তোমার ঐ অকৃত্রিম রূপ, যা সৃষ্টিকর্তা স্বহস্তে বানিয়েছেন তাঁর নিজের সমস্ত শৈল্পিক দক্ষতা ও নৈপুণ্যকে ঢেলে দিয়ে। তোমার ত্বকের চেয়ে নিপুণ কোনো সৃষ্টি যখন আমি দেখি নি, তাহলে কেন সে-ত্বকে এঁটে দেবে কিছু উচ্ছিষ্ট?
অলংকার, অলংকারেরও প্রয়োজন নেই, কারণ তার ঝংকার তোমার নিশ্বাসের শব্দ শুনতে ব্যাঘাত ঘটায়, যে-শব্দের চেয়ে মধুর তরঙ্গ কিছু নেই আমার কাছে। তুমি যখন পুরোপুরি নিখুঁত, তাহলে খুঁত পূরণকারী উপকরণগুলো ব্যবহার করা তোমার জন্য অর্থহীন।
মেকি রূপ ও রঙ দেখে কী হবে? আমি দেখতে চাই তোমার ঐ অকৃত্রিম রূপ, যা সৃষ্টিকর্তা স্বহস্তে বানিয়েছেন তাঁর নিজের সমস্ত শৈল্পিক দক্ষতা ও নৈপুণ্যকে ঢেলে দিয়ে। তোমার ত্বকের চেয়ে নিপুণ কোনো সৃষ্টি যখন আমি দেখি নি, তাহলে কেন সে-ত্বকে এঁটে দেবে কিছু উচ্ছিষ্ট?
অলংকার, অলংকারেরও প্রয়োজন নেই, কারণ তার ঝংকার তোমার নিশ্বাসের শব্দ শুনতে ব্যাঘাত ঘটায়, যে-শব্দের চেয়ে মধুর তরঙ্গ কিছু নেই আমার কাছে। তুমি যখন পুরোপুরি নিখুঁত, তাহলে খুঁত পূরণকারী উপকরণগুলো ব্যবহার করা তোমার জন্য অর্থহীন।
মেয়ে তুমি বরং নিজের রঙেই রাঙিয়ে তুল পৃথিবীকে...........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন