দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ‘উইন্ডোজ ৮’ অপারেটিং
সিস্টেম ও সারফেস ট্যাব বাজারে ছেড়েছে মাইক্রোসফট ইনকরপোরেশন। বহু মাস ধরে
উন্নয়ন, প্রিভিউ ও পর্যবেক্ষণের পর নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার এক
অনুষ্ঠানের মাধ্যমে এই ডিভাইস দুটি বাজারে ছাড়ে টেক জায়ান্ট মাইক্রসফট।
দু ভাগে বিভক্ত অনুষ্ঠানের প্রথম ভাগে উইন্ডোজ ৮ ও দ্বিতীয় ভাগে মাইক্রোসফট নির্মিত প্রথম ট্যাবলেট কম্পিউটার ‘সারফেস ট্যাব’ আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়। এ সময় কয়েক হাজার সাংবাদকর্মী ও ব্যবসায় প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থিত অভ্যাগত অতিথিদের সামনে টাচ ফাংশনসমৃদ্ধ উইন্ডোজ ৮-এর নানা গুনাগুণ বর্ণনা করেন মাইক্রোসফটের সিইও স্টিভ বলমার ও কর্মকর্তা স্টিভেন সিনোফস্কি। এরপর দ্বিতীয় অংশে অ্যাপলের আইপ্যাড ও গুগলের ট্যাবলেট ডিভাইসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিত্যনতুন ট্যাবলেট ডিভাইসকে চ্যালেঞ্জ করে আনা সারফেস ট্যাবের নানা বৈশিষ্ট্য তুলে ধরা হয়।
এ সময় সারফেস ট্যাবলেট সম্পর্কে সিনোফস্কি বলেন, ‘একই দামের অন্য ট্যাবলেটের চেয়ে দ্বিগুণ স্টোরেজ সুযোগ রয়েছে সারফেস-এ।’
এরপর ট্যাবলেটটির ভিডিও, মিউজিক, ইউএসবি ক্যামেরা সংযোজনসহ বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করেন সারফেস ট্যাব প্রজেক্টের প্রধান প্যানোস প্যানি। প্রেজেন্টেশন উপস্থাপনের সময় একবার ট্যাবলেটটি হাত থেকে ফেলেও দর্শকদের দেখান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন