বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১২

স্যামসাং অ্যাপল আইপ্যাডের ডিজাইন নকল করেনি।


 ২০ অক্টোবর লন্ডনের আপিল আদালতে আমেরিকাভিত্তিক টেক-জায়ান্ট অ্যাপল পেটেন্ট আইন লঙ্ঘনসংক্রান্ত মামলায় দক্ষিণ কোরিয়াভিত্তিক টেক-জায়ান্ট স্যামসাংয়ের কাছে হেরে গেছে। শুধু তাই নয়। অ্যাপলকে জনসমক্ষে নতুন এক বিজ্ঞপ্তি ছাপার মাধ্যমে ক্ষমাও চাইতে হবে।

শুক্রবার আপিল আদালতের বিচারক তার দেয়া রায়ে বলেছেন, স্যামসাংয়র গ্যালাক্সি ট্যাবলেট অ্যাপল আইপ্যাডের ডিজাইন নকল করেনি। একই আদালত পূর্বে দেয়া এক রায়ে বলেছিল, স্যামসাং গ্যালাক্সি ট্যাব অ্যাপলের পেটেন্ট বা স্বত্ব লঙ্ঘন করেনি। সেই রায়ই বহাল রাখা হয়েছে।

রায়ে বলা হয়, দুটি ডিভাইসের মধ্যেই সাদৃশ্য রয়েছে। তবে ডিজাইন নকল করা হয়নি। আদালতের নতুন এক নির্দেশে বলা হয়েছে, মার্কিন টেক-জায়ান্টকে সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে কোরিয়ার কোম্পানির কাছে ক্ষমা চাইতে হবে। ওই বিজ্ঞাপনে সাফ লিখতে হবে, স্যামসাং অ্যাপল আইপ্যাডের ডিজাইন নকল করেনি।

বিচারক তার রায়ে ফন্টের আকার কি হবে, তাও সুনির্দিষ্ট করে উল্লেখ করেছেন। ফন্টের সাইজ বাধ্যতামূলকভাবে এরিয়াল ১৪ এর অনুরূপ হতে হবে।

এদিকে স্যামসাংয়ের এক মুখপাত্র বলেছেন, এ রায়কে স্বাগত জানাচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন