বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১২

ফেসবুকের অর্ধেক মালিকানা দাবি করে ফেঁসে গেছেন ব্রিটেনের এক ব্যবসায়ী।


ফেসবুকের অর্ধেক মালিকানা দাবি করে ফেঁসে গেছেন ব্রিটেনের এক ব্যবসায়ী। অভিযোগ করে নিজেই জড়িয়ে গেলেন প্রতারণা মামলায়। নিউইয়র্কে বসবাসরত এই ব্যবসায়ীর নাম পল সিগলাই।

মিথ্যা অভিযোগ করে ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গকে নাজেহাল করার অভিযোগে নিউইয়র্কের ওয়েলেসভিলের নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন সিগলাই। এরপর শুক্রবার বিকেলে তাকে আদালতে হাজির করা হয়।

এ সম্পর্কে যুক্তরাজ্যর এটর্নি প্রিট ভারারা সাংবাদিকদের জানিয়েছেন, আদালতই সিগাইর পরিণতি ঠিক করবে।

জানা গেছে, ২০০৩ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সিগলাইর ফ্যাক্স ব্যবসায়ের প্রোগ্রামিং তৈরি করতে সম্মতি জানিয়েছিলেন ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ। তার দাবি, ওই সময় ফেসবুক ধরনের একটি প্রোগ্রামিং নিয়েও কথা হয়েছিল। দুই পৃষ্ঠার একটি চুক্তিও হয়েছিলো। কিন্তু জুকারবার্গ পরে নিজেই এ ব্যবসা শুরু করেছেন। তাই আইনগতভাবে ফেসবুকের  অর্ধেক মালিকানার দাবিদার তিনি। এ বিষয়ে তিনি আদালতে একটি অভিযোগনামা দাখিল করে জুকারবার্গ বরাবর একটি দাবিনামাও পাঠান।

তবে বরাবরই আইডিয়া চুরির এ অভিযোগ অস্বীকার করেছেন জুকারবার্গ। তিনি বলেছেন, ওই সময় ফেসবুকের আইডিয়া নিয়ে কোনো কথা হয়নি। তখন যে চুক্তিটি হয়েছিলো তা হচ্ছে স্ট্রিট ম্যাপিং সফটওয়্যার ডেভেলপসেন্ট নিয়ে।

আদালতে দায়েরকৃত অভিযোগনামার সাথে উপস্থাপিত চুক্তিপত্রটিতে জালিয়াতি করে প্রকৃত তথ্য আড়াল করার অপচেষ্টার নজির পেয়েছে বিচারক। চুক্তিপত্রটি যাচাই-বাছাই শেষে আদালতের নির্দেশে সিগলাইকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন