সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

মুখের ভাষাটাই শুধু বাংলা আছে

বাংলা ব্যান্ডের ক্লাস বুঝার মত ক্লাস আজকাল অনেকেরই নাই। চাইতে পারোতে স্টেডিয়ামে হাজারো পোলাপাইনের নাচ কোন হিন্দি গানে উঠানোর ক্ষমতা নাই। গুরু জেমসের গানে পোলাপাইনের উন্মাদ নৃত্ বলিউডের হানি সিংরা লুঙ্গি ডান্স দিতে দিতে লুঙ্গি খুইলা ফেললেও সে টা পারব না ।

প্রজন্মের মাথার ভিতরে ঢুকে গেছে বাংলা গানে নাকি নাচা যায়না ।
প্রজন্ম দেখে নাই জেমসের পাগলা হাওয়া গানে স্টেডিয়ামের নাচটা ।
এক শেফালী ঘোষের ওরে সাম্পানওয়ালা তো দুই আড়াই যুগ ধইরা দুই তিনটা জেনারেশনরে নাচায়া আসতেসে। প্রজন্মের অবশ্য সাম্পানওয়ালাতে নাচ উঠেনা।

আজকালকার পোলাপাইনের কাছে এইসবের দাম নাই। তারা হইল বেবিডল ম্যায় সোনেদি। সোনা দিয়া বানানো।বিয়ে, হলুদ ,ঈদ, পূজায় আজকাল হিন্দি গান ছাড়া জমেনা। বিজয় দিবসের আনন্দটাও আজকাল হিন্দিতে করতে হয়।

বাংলা গানে জমে নাকি। খেত?
মমতাজের খায়রুন লো কিংবা মরার কোকিলে শুনলে ডুডরা নাক সিটকায়
কিন্তু হিন্দি গানে বিড়ি জ্বালাইতে কইলে ক্লাস!
অবস্থা এমন বিড়ি জ্বালাইলের বদলে যদি হাগু খিলাইলেও বলে তারপরেও লুঙ্গির কাছা তুইলা দিয়া ডুডরা নাচব।

এদিকে গায়ে হলুদে হিন্দি গান না বাজলে নাকি বিয়ে হয়না। জামাই বৌ না থাকলেও হইব কিন্তু শিলারে থাকতেই হইব। একবার এক বিয়েতে দেখছিলাম মেয়ের বিদায়ের মুহুর্তে হিন্দি বিদায়ের গান চালায় দিছে। হিন্দি গান ছাড়া বোধহয় আজকাল কান্নাও আসেনা।

এখন প্রশ্ন উঠতে পারে ইংলিশ গান শুনলে প্রবলেম নাই হিন্দিতে কি সমস্যা?

সমস্যাটা হইল আমাদের সাইকোলজিতে এটা ঢুকে গেছে যে উতসব আনন্দে হিন্দি গান না চালাইলে জমে না। এমন কি প্রেমে ছ্যাকা খাইলেও আমাদের কষ্টের সাথে বাংলা গান ম্যাচ করেনা ম্যাচ করে হিন্দি স্যাড সং।

সমস্যাটা এইটা হইল যে আমাদের প্রায়োরিটির লিস্টে হিন্দি গান ,হিন্দি মুভি ,হিন্দি নাটক এক নাম্বার জায়গা দখল করে আছে।

সমস্যাটা এইটা হইল যে আমাদের রুচিতে আমাদের মনে হিন্দি এতটাই গেড়ে বসেছে যে আমাদের ঈদে চান্দে মার্কেটে পাখি ড্রেস নামক ড্রেস চইলা আসতেসে। কই গেম অফ থ্রোনের নামে কিছুত আসতেসে না। এ কারণেই সমস্যাটা ইংলিশে না হিন্দিতে।

শিল্পের কোন সীমানা নাই এইটা যেমন সত্যি
তেমন এটাও সত্যি কোন আমেরিকান বইসা বইসা রুশ গান শুনেনা প্রতিদিন ,কোন ইন্ডিয়ান বইসা বইসা বাংলা গান শুনেনা।

তারা অন্যদেশের অন্যভাষার গান শুনে কিন্তু সেটাকে তারা রুচির অংশ বানায় ফেলে নাই তাদের প্রায়োরিটির লিস্টে প্রথম জায়গাটা দেয় নাই।

আর আমরা বিয়েতে হিন্দি ,হলুদে হিন্দি , বিজয়ে হিন্দি ,পূজায় হিন্দি ,কোরবানের আত্মত্যাগে হিন্দি ,প্রেমে পড়লে হিন্দি ,ছ্যাকা খাইলে হিন্দি এমন কি বাবা মারে মিস করলেও হিন্দি মায়ের গান শুনি ।

আমরা সেই জাতি বুলেট দিয়াও আমাদের মুখের ভাষা কাইড়া নিতে পারে নাই
আজ সে জাতির মুখের ভাষাটাই শুধু বাংলা আছে , মনের ভাষাটা হিন্দি হয়ে গেছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন