আজ_ফেইস_বুক_অভিশাপময়.....
গত বছর দেখলাম ভ্যালেন্টাইন_ডে তে অনেকরেই In A Relationship পোষ্ট দিতে। আর এই বছর ভ্যালেন্টাইন আসতে না আসতেই দেখি তাদের কয়েকজনকে অভিমানে প্রেমিক প্রেমিকারা অভিশাপ দিচ্ছে সঙ্গীর কাছ থেকে সে যে কষ্ট পেয়েছে সঙ্গীও যেন একদিন সেই কষ্ট পায়, স্বরূপ বুঝে।
এ_কেমন_চাওয়া?
সে তার ভুল বুঝতে পারবে সেটা অবশ্যই চাইবে কিন্তু সেটা পাল্টা কষ্টের মধ্য দিয়ে কেন??? প্রিয়জন কষ্ট পাক কেউ কি চায়? মনের গহীনে কি বাস করে? ভালসার মাঝে ফরমালিনের আস্তরন?? নাকি ইগো নামক আত্নসম্মান?
গত বছর দেখলাম ভ্যালেন্টাইন_ডে তে অনেকরেই In A Relationship পোষ্ট দিতে। আর এই বছর ভ্যালেন্টাইন আসতে না আসতেই দেখি তাদের কয়েকজনকে অভিমানে প্রেমিক প্রেমিকারা অভিশাপ দিচ্ছে সঙ্গীর কাছ থেকে সে যে কষ্ট পেয়েছে সঙ্গীও যেন একদিন সেই কষ্ট পায়, স্বরূপ বুঝে।
এ_কেমন_চাওয়া?
সে তার ভুল বুঝতে পারবে সেটা অবশ্যই চাইবে কিন্তু সেটা পাল্টা কষ্টের মধ্য দিয়ে কেন??? প্রিয়জন কষ্ট পাক কেউ কি চায়? মনের গহীনে কি বাস করে? ভালসার মাঝে ফরমালিনের আস্তরন?? নাকি ইগো নামক আত্নসম্মান?
কাজী_নজরুল_ইসলাম মরে তার প্রেমিকার পায়ের ধুলি হয়েও থাকতে চেয়েছিলেন। পরম অহংকারে বলে ছিলেন চিরতরে দূরে চলে যাবেন তবুও তার প্রেমিকার মনে থাকবেনই থাকবেন।
বাইপাস সার্জারি করা স্বামী সিগারেট না ছাড়াতে আঠার/উনিশ বছরের সংসার ছেড়ে চলে গেছে স্ত্রী। সিগারেট ছাড়ার কথা দিয়েছিল স্বামী , সেটা না রাখালে নিজেকে ফেলনা ভাবতে রাজী না বলে অপমানিত স্ত্রী চলে গিয়েছেন।ফলাফল আরেকবার হার্ট এর্টাক।
এত আত্নসম্মান নিয়ে গড়া ভালবাসার অভিমান প্রকাশ কি তবে অভিশাপ?
এখন কার নারীবাদী মহিলাদে কাছে পুরূষ মাত্রই যেন তাদের প্রতিদন্ধী, স্বাধীনতা খর্বকারী, ডমিনেটিং। কেউ বিষয়টা বুঝেন কেউ বুঝতে পারেন না কিন্তু আচরন একই।
বাই_দা_ওয়ে আজ কিন্তু ঐতিহাসিক 'স্বৈরাচার প্রতিরোধ দিবস'। ১৯৮৩ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতি বাতিল ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় তৎকালীন স্বৈরাচারী সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে ছাত্র-জনতারা। ঢাকার যে সব রাস্তায় আজ ভ্যালেন্টাইন ঝরছে এই সব রাস্তায় সেই দিন ছাত্র-জনতার রক্ত ঝরেছিল।
নিস্বার্থ ভাবে যে আপনাকে না চিনে, হয়তো আপনার জম্মেরও আগে প্রান দিয়ে ছিল আহত হয়ে ছিল তাদের কথা একবারও ভাবি নাই আমরা। যদি কৃতজ্ঞতা বোধই না থাকে তবে প্রেম থাকে কি ভাবে?
আর যারা সিংগেল বলে মন খারাপ তাদের তো প্রাউড ফিল করা উচিৎ যে, "আল্লাহ্' সুবানাহু ওয়া তায়ালা' আপনাকে বিয়ে বহির্ভূত অবৈধ প্রেম-পরক্রিয়া থেকে বাঁচিয়ে রেখেছে। আর খুব বেশি কষ্ট হলে বিয়েটা করে ফেলুন। তারপর বৌ'রে নিয়া ভ্যালেন্টাইন ডে ইচ্ছেমত এনজয় করুন!!
কাজী_নজরুল_ইসলাম মরে তার প্রেমিকার পায়ের ধুলি হয়েও থাকতে চেয়েছিলেন। পরম অহংকারে বলে ছিলেন চিরতরে দূরে চলে যাবেন তবুও তার প্রেমিকার মনে থাকবেনই থাকবেন।
বাইপাস সার্জারি করা স্বামী সিগারেট না ছাড়াতে আঠার/উনিশ বছরের সংসার ছেড়ে চলে গেছে স্ত্রী। সিগারেট ছাড়ার কথা দিয়েছিল স্বামী , সেটা না রাখালে নিজেকে ফেলনা ভাবতে রাজী না বলে অপমানিত স্ত্রী চলে গিয়েছেন।ফলাফল আরেকবার হার্ট এর্টাক।
এত আত্নসম্মান নিয়ে গড়া ভালবাসার অভিমান প্রকাশ কি তবে অভিশাপ?
এখন কার নারীবাদী মহিলাদে কাছে পুরূষ মাত্রই যেন তাদের প্রতিদন্ধী, স্বাধীনতা খর্বকারী, ডমিনেটিং। কেউ বিষয়টা বুঝেন কেউ বুঝতে পারেন না কিন্তু আচরন একই।
বাই_দা_ওয়ে আজ কিন্তু ঐতিহাসিক 'স্বৈরাচার প্রতিরোধ দিবস'। ১৯৮৩ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতি বাতিল ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় তৎকালীন স্বৈরাচারী সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে ছাত্র-জনতারা। ঢাকার যে সব রাস্তায় আজ ভ্যালেন্টাইন ঝরছে এই সব রাস্তায় সেই দিন ছাত্র-জনতার রক্ত ঝরেছিল।
নিস্বার্থ ভাবে যে আপনাকে না চিনে, হয়তো আপনার জম্মেরও আগে প্রান দিয়ে ছিল আহত হয়ে ছিল তাদের কথা একবারও ভাবি নাই আমরা। যদি কৃতজ্ঞতা বোধই না থাকে তবে প্রেম থাকে কি ভাবে?
আর যারা সিংগেল বলে মন খারাপ তাদের তো প্রাউড ফিল করা উচিৎ যে, "আল্লাহ্' সুবানাহু ওয়া তায়ালা' আপনাকে বিয়ে বহির্ভূত অবৈধ প্রেম-পরক্রিয়া থেকে বাঁচিয়ে রেখেছে। আর খুব বেশি কষ্ট হলে বিয়েটা করে ফেলুন। তারপর বৌ'রে নিয়া ভ্যালেন্টাইন ডে ইচ্ছেমত এনজয় করুন!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন