রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬

ভার্সিটি না প্রেম নিকেতন

আল্লাহ মালুম কে আপনাগোরে গায়েবী মেসেজ পাঠাইছিল,প্রাইভেটের ছেলে মানেই হাফ লেডিস। প্রাইভেট ভার্সিটি ছেলে মানেই লাল,হলুদ ,সবুজ রং এর প্যান্ট পড়ে মাইয়াদের পিছনে ঘুরঘুর করা ।

প্রাইভেট ভার্সিটি‬ ছেলেদের কিছু বলার আগে কাইন্ডলি ধানমন্ডি কিংবা বনানীর প্রাইভেট ভার্সিটির ছেলেদের মেস গুলাতে ঘুইরা আইসেন। দেখবেন কেমনে এক রুমে ৪ জন থাকে। দেখবেন কেমনে বাবার পাঠানো টাকার হিসাব মেলানোর কষ্টটা করতে হয়। দেখবেন পার্টটাইম জব করে কেমনে আরেকটু ভাল থাকা যায় তার।

প্রাইভেট ভার্সিটির মেয়ে মানেই কোটিপতি বাপের একমাত্র ‪‎বেবিডল কন্যা‬ যার বিছানায় এক লাখ টাকার ডল থাকে। প্রাইভেট ভার্সিটির মেয়ে মানেই সারাদিন প্রেম ভালোবাসা নিয়া পইরা থাকে, আর সেকেন্ডে সেকেন্ডে কাইন্দা চোখ ফুলায়।

পারলে কোনদিন প্রাইভেট ভার্সিটির মেয়েদের হোস্টেলে যাবেন। দেখবেন কেমনে নিজের বাজার নিজে করে ,নিজের কাপড়টা নিজে ধোয় ,নিজের জীবনটা নিজেই চালায়। দেখবেন নিজের শখ আহ্লাদ মেটাতে নিজেই একটা চাকরীর ব্যাবস্থা করে।

প্রাইভেট ভার্সিটির ছেলে মেয়েদের এভাবে ভুল্ভাবে প্রেজেন্ট করার কারণে আজকাল অনেকের মনে বখাট্য যুক্তি আসে যে
প্রাইভেট ভার্সিটির ছেলে মানেই হাফলেডিস মেয়ে মানেই বেবিডল
প্রাইভেট ভার্সিটিতে সব বিল গেটসের পোলা মাইয়ারা পড়ে
প্রাইভেট ভার্সিটি আসলে ভার্সিটি না প্রেম নিকেতন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন