বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬

স্বর্গে পরী পাইবেন কিন্তু প্রেম পাইবেন না

ভালোবাসার‬ দরকার আছে। প্রেমে পড়লে ‪‎অস্তিত্ব_ফ্রেশ‬ থাকে। জীবন তো একটাই। অবিশ্বাসের প্যারা নিয়ে বাইচা থাকার কোন মানে হয়না। স্বর্গে পরী পাইবেন কিন্তু প্রেম পাইবেন না। প্রেম যা করার বেচে থাকতেই করে যান।
ভালোবাসার মানুষগুলোর জন্য সবচেয়ে সুখের সময় বোধহয়, সম্পর্কটা যখন পরিণতির‬ দিকে এগোয়। হাটু কাপিয়ে মার সামনে দাডিয়ে প্রথম বারের মত বলা।এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বপ্নগুলো ধিরে ধিরে আকৃতি পায়। ভিরু মেয়েটাও হঠাত সাহস করে বের করে আনে লুকিয়ে রাখা চাওয়াগুলো ।সে গল্পটা হয় রাতে মুঠোফোনে
- এই আজকে আম্মাকে বলেছি
- কি বল। মানে
- মানে আবার কি। মা কে বললাম
- কি বললা
- বললাম...

জানাজানি হতে হতে দু জনার বাসায় খবর হয়। ছেলের সময় হয় বাবার‬ সামনে যাওয়ার। দোয়া দরুদ পড়ে বাবার সামনে যাওয়া হয়। হাটু কাপে ঠক ঠক
- হুম বিয়ে যে করবা। জান বিয়ে কি
- কি
- আহাম্মক। যাও! দেখছি ব্যাপারটা
কোনমতে পালিয়ে বাঁচে। সেদিন পাগলীর দু চোখ বেয়ে অশ্রু পড়ে। একটা মেয়ের জন্য সবচেয়ে বড় পাওয়া বোধহয় যখন তার ভালোবাসার মানুষটা পৃথিবীর সামনে তাকে ভালোবাসার স্বীকৃতি‬ দেয়। নতুন জীবনের প্র্যাকটিস শুরু হয় পুরোন জীবনে। দু জন মিলে এটা ওটা কেনা। এক জিনিস কিনতে দোকানেই পনের মিনিটের ছোট খাট ঝগড়া। দোকানদার হা করে তাকিয়ে থাকে
- ওই হালকা নীল কালারের টা নাও
- না্ সবুজের উপর কাজ যেটা ওটা দেখানতো ভাই।
- বেশি বুঝ
- একদম চুপ আমি যেটা বলছি সেটা
ঝগড়া ঝাটি একটু ছোঁয়া একটু আবেশে দ্রুতলয়ে চলতে থাকে প্রজেক্ট ভালোবাসার কাজ।বালিকার চোখের স্বপ্নটা গোল হয়ে বড় হতে থাকে। ছেলেটার খোচা খোচা দাড়িতে পুরুষ হওয়ার গন্ধ পাওয়া যায়। হাজার গন্ধের ভিড়ে সে গন্ধ বালিকার রাত টাকে আরেকটু নির্ঘুম করে। কাউণ্টডাউন্ট চলতে থাকে... প্রজেক্ট ভালোবাসায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন