বড়_করে
ভাবতে শিখেন ,বড় করে দেখতে শিখেন ,বড় করে বলতে শিখেন। এখানেই মানুষের সাথে
পশুর পার্থক্য। কুকুরের ব্রেইন হইল বাই ডিফলট খাওয়া আর প্রজননের জন্যে
বানান। একমাত্র মানুষের ব্রেইনই মৌলিক চাহিদার বাইরে গিয়ে বড় পরিসরে ভাবার
ক্ষমতার রাখে....
যেমন ধরেন একটা মেয়ে ইভেন্ট_ম্যানেজমেন্টের কাজ করে। আপনে থাকেন সে মেয়ের পাশের বাসায়। এবং আপনার জীবনের একমাত্র টেনশন হইল ,সে মেয়ে রাত বারোটায় কোথা থেকে আসে?
প্রচন্ড টেনশনে আপনের ঘুম আসেনা। ঘড়ির দিকে বার বার তাকান। আপনার গলা শুকাইয়া আসে। রাত এগারো টা বাইজা গেল। পাশের বাসার মেয়েটা এখনো এলো না। ইতিমধ্যে আপনের মনে বিভিন্ন থিউরির জন্ম নিছে
- মেয়েটা কি বারবণিতা ?
- তাহলে কি সে নষ্টা মেয়ে ?
- বাপ মা এলাউ করে বাপ মাও কি নষ্টা ?
যেমন ধরেন একটা মেয়ে ইভেন্ট_ম্যানেজমেন্টের কাজ করে। আপনে থাকেন সে মেয়ের পাশের বাসায়। এবং আপনার জীবনের একমাত্র টেনশন হইল ,সে মেয়ে রাত বারোটায় কোথা থেকে আসে?
প্রচন্ড টেনশনে আপনের ঘুম আসেনা। ঘড়ির দিকে বার বার তাকান। আপনার গলা শুকাইয়া আসে। রাত এগারো টা বাইজা গেল। পাশের বাসার মেয়েটা এখনো এলো না। ইতিমধ্যে আপনের মনে বিভিন্ন থিউরির জন্ম নিছে
- মেয়েটা কি বারবণিতা ?
- তাহলে কি সে নষ্টা মেয়ে ?
- বাপ মা এলাউ করে বাপ মাও কি নষ্টা ?
এভাবেই রাতের পর রাত পাশের বাসার মেয়েটার লেইট করে ঘরে ফেরা আপনার অবসেশনের বিষয় হয়ে যায়। আপনি সিদ্ধান্ত নিয়ে নেন মেয়েটা নষ্টা_মেয়ে
সমস্যাটা হইল আপনার দেখার ক্ষমতা। আপনি সবকিছুরে অত্যন্ত ছুট চোখে দেখেন। আপনি দেখছেন শুধু মেয়েটার বাসায় ফেরাকে আর ঘড়ির কাটাকে।খুব ছুট চোখে দেখছেন বলে এর বাইরে আর কিছু দেখার সুযোগ থেকে আপনি আপনাকে বঞ্চিত করছেন।
এবার_আসেন_একটু_বড়_কইরা_দেখি.......
হা মেয়েটা কি করে?
ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে
ইভেন্ট গুলো নরমালি কখন হয়
হলুদ ,কর্পোরেট ইভেন্ট সবই নরমালি রাতেই হয়
তাহলে মেয়েটা রাত এগারোটায় কোথা থেকে আসে?
অফিস থেকে আসে
মেয়েটার কি কাজ করে?
ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে
ইভেন্ট মানে কি?
নরমালি ধরে নিলে পার্টি যেখানে ফর্মাল পোশাকে যেতে হয়
তাহলে মেয়েটা সাজুগুজু করে কেন?
পার্টিতে কি মিয়া ম্যাক্সি পইরা যাইব না কি ?
আপনাদের এই মাইক্রোস্কোপিক দৃষ্টিভঙ্গী দিয়াই আপনেরা সিঙ্গেল ডিগনিফায়েড মেয়েরে ডিভোর্সি ট্যাগ লাগায়া দেন। ছেলে গান টান গাইলে তারে এডিক্টেড বানায়া দেন। মেয়ে রাতের চাকরি করলে তারে রাতের গণিকা বানাইয়া দেন
বাই_দা_ওয়ে ছোট মন নিয়া বড়জোর টিকটিকি তেলাপোকা দেখা যায় কিন্তু দুনিয়া দেখা যায়না ,দুনিয়া দেখতে হইলে মনটারে দুনিয়ার সমান করতে হয়
সমস্যাটা হইল আপনার দেখার ক্ষমতা। আপনি সবকিছুরে অত্যন্ত ছুট চোখে দেখেন। আপনি দেখছেন শুধু মেয়েটার বাসায় ফেরাকে আর ঘড়ির কাটাকে।খুব ছুট চোখে দেখছেন বলে এর বাইরে আর কিছু দেখার সুযোগ থেকে আপনি আপনাকে বঞ্চিত করছেন।
এবার_আসেন_একটু_বড়_কইরা_দেখি.......
হা মেয়েটা কি করে?
ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে
ইভেন্ট গুলো নরমালি কখন হয়
হলুদ ,কর্পোরেট ইভেন্ট সবই নরমালি রাতেই হয়
তাহলে মেয়েটা রাত এগারোটায় কোথা থেকে আসে?
অফিস থেকে আসে
মেয়েটার কি কাজ করে?
ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে
ইভেন্ট মানে কি?
নরমালি ধরে নিলে পার্টি যেখানে ফর্মাল পোশাকে যেতে হয়
তাহলে মেয়েটা সাজুগুজু করে কেন?
পার্টিতে কি মিয়া ম্যাক্সি পইরা যাইব না কি ?
আপনাদের এই মাইক্রোস্কোপিক দৃষ্টিভঙ্গী দিয়াই আপনেরা সিঙ্গেল ডিগনিফায়েড মেয়েরে ডিভোর্সি ট্যাগ লাগায়া দেন। ছেলে গান টান গাইলে তারে এডিক্টেড বানায়া দেন। মেয়ে রাতের চাকরি করলে তারে রাতের গণিকা বানাইয়া দেন
বাই_দা_ওয়ে ছোট মন নিয়া বড়জোর টিকটিকি তেলাপোকা দেখা যায় কিন্তু দুনিয়া দেখা যায়না ,দুনিয়া দেখতে হইলে মনটারে দুনিয়ার সমান করতে হয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন