বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬

অতিরিক্ত তরল মন

আবেগপ্রবণ‬ মানুষদের সবচেয়ে বড় সমস্যা হল এরা খুব বেহায়া প্রকৃতির হয়। বার বার স্বপ্ন দেখে বার বার কষ্ট পায় তবুও স্বপ্ন দেখে যায়। চালাক পৃথিবীর চতুর কোন পুরুষ হয়ত কোন আবেগপ্রবণ মেয়েকে ‪‎স্বপ্ন_দেখায়‬
- আচ্ছা তুমি কি জান আমাদের দেখা হবে লিখা ছিল
- কিভাবে?
- নাহলে কেনই বা তুমি ভুল নাম্বারে ফোন করবে কেনই বা আমার নাম্বারই ভুল করে লিখবে
- সত্যি
নয় ছয় হিসেব দিয়ে আবেগপ্রবণ বোকা প্রেমিকার হৃদয়ের ছয় নয় করে দেয় সেই চালাক বাজিগর্। ইমোশনাল মানুষদের আরেকটা বড় সমস্যা হল এদের হাজার বুঝিয়েও লাভ নেই। দিনের শেষে গিয়ে এরা ভুল স্বপ্ন দেখবেই। যেমন সুন্দরী চালাক মেয়েটার প্রেমের ফাঁদে পড়ার সময় ‪‎আবেগের_বাক্স‬ বোকা ছেলেটা ভাবেনি বন্ধুদের উপদেশ
- শুন আমরা কিন্তু সিঙ্গেল ফ্ল্যাটে থাকব
- আচ্ছা
- সাউথ ফেসড বারান্দা থাকবে
- তাই নাকি
- ইজিচেয়ারে বসে চলবে আমাদের জোছনাবিলাস
মেয়েরা আবার ভালোবাসায় ষোল হাত পানিতে নেমে নিজের জীবনটাকে ডুবাতে পারে। তারপর দিন আসে রায় জানিয়ে দেবার্।
- শুন তোমায় বিয়ে করা পসিবল না
-কেন?
-আমার আব্বু আম্মু রাজি হবেনা
একটু আগে ভালোবাসার আকাশে ডানা মেলে উড়ে বেড়ান মেয়েটা ডানা ,স্বপ্ন, আকাংখা সবকিছু নিয়ে মাটিতে আছড়ে পড়ে। অন্যদিকে বোকা ছেলেটা কলিজার রাস্তাটা আবেগের পিচ ঢেলে লিখে দেয় সে সুন্দরীর নামে। হৃদয়ের জমির দখল শেষে এটিএম_মেশিনে‬ ঝর তুলে একদিন সুন্দরী জানিয়ে দেয় তার শেষ বিচার
- আমি কেন যেন তোমাকে আর ফিল করিনা
- মানে
- জানিনা। আমাকে ভুলে যাও
বোকা ছেলে বুঝে নেয় আবার বোকা বনেছে সে। আবার কেউ তার অবুঝ আবেগ কে ‪‎র_ম্যাটেরিয়াল‬ বানিয়ে নিজের বুঝ নিয়ে ভেগে গেছে
দিনশেষে তাই বোকা আবেগপ্রবণ ছেলে মেয়েগুলোর জায়গা হয় অন্ধকার কোণায়। বোকা মেয়েটা স্লিপিং পিলে খুজে নেয় অল্টারনেটিভ ভালোবাসা। অবুঝ ছেলেটা রাতের পর রাত না ঘুমিয়ে ঘুম কে খোঁজে। চালাক পৃথিবী তখন মুচকি হাসে। তারপরও এই আবেগের জাহাজ বোকা ছেলে মেয়েগুলোর লজ্জা হয় না। নির্লজ্জের মত ভালোবেসে যাবে, বেহায়ার মত স্বপ্ন দেখে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন