#প্রথম_প্রেম_ভোলা_যায়না আর তাই নিজেকে ডুবিয়ে জীবন টাকে তেজপাতা বানানোর কোন মানে হয়না।
প্রথম প্রেম বলে আদতেই কিছু নাই। বায়বীয়_আবেগ বেশিদিন টিকে না। তার প্রেমেই সত্যিকার অর্থে পড়া যায় যার সাথে বোঝাপড়া, বন্ধুত্ব ভালো হয়। সেটা ১০ নম্বর প্রেমও হতে পারে। সেই ক্ষেত্রে কবে কার জন্য কিছুটা উথাল পাথাল আবেগ তৈরি হয়েছিল কিছুদিন, সেই দুঃখে কপাল চাপড়ানোর কিছু নাই। আর প্রথম প্রেম আসলেই কোনটা সেটা বুঝাও খুব কঠিন। ওয়ানে পড়া ছেলেও বড় হয়ে ক্লাসের অমুক মিস, তমুক মিসকে বিয়ে করতে চায়।
প্রেম জীবনে একবারি আসে কথাটা সিনেমাতেই মানায় রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করার কোন মানে হয়না। কেউ একজন আপনার ভালোবাসাকে লাথি মাইরা চইলা গেল আর আপনি বিশ্বাস অনুভুতি লয়ালিটির ধ্বজ্জাধারী হয়ে কান্না করেই গেলেন। সরি টু সে কেউ দেখবেনা সে কান্না আর এই জাতীয় কান্নার কোন দামও নাই আছে শুধু আবেগ। আসল কথা হইল "ভাল তাকেই বাসো যে কিনা ভালবাসতে জানে আর জানে ভালবাসার মূল্য দিতে।"
প্রথম প্রেম বলে আদতেই কিছু নাই। বায়বীয়_আবেগ বেশিদিন টিকে না। তার প্রেমেই সত্যিকার অর্থে পড়া যায় যার সাথে বোঝাপড়া, বন্ধুত্ব ভালো হয়। সেটা ১০ নম্বর প্রেমও হতে পারে। সেই ক্ষেত্রে কবে কার জন্য কিছুটা উথাল পাথাল আবেগ তৈরি হয়েছিল কিছুদিন, সেই দুঃখে কপাল চাপড়ানোর কিছু নাই। আর প্রথম প্রেম আসলেই কোনটা সেটা বুঝাও খুব কঠিন। ওয়ানে পড়া ছেলেও বড় হয়ে ক্লাসের অমুক মিস, তমুক মিসকে বিয়ে করতে চায়।
প্রেম জীবনে একবারি আসে কথাটা সিনেমাতেই মানায় রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করার কোন মানে হয়না। কেউ একজন আপনার ভালোবাসাকে লাথি মাইরা চইলা গেল আর আপনি বিশ্বাস অনুভুতি লয়ালিটির ধ্বজ্জাধারী হয়ে কান্না করেই গেলেন। সরি টু সে কেউ দেখবেনা সে কান্না আর এই জাতীয় কান্নার কোন দামও নাই আছে শুধু আবেগ। আসল কথা হইল "ভাল তাকেই বাসো যে কিনা ভালবাসতে জানে আর জানে ভালবাসার মূল্য দিতে।"
মানুষ_একা_বাচতে_পারেনা। লাগলে প্রেম দ্বিতীয়বার, তৃতীয়বারও আসবে। নিজের দিক থেকে সত থাকলেই হল
পৃথিবীতে বর্তমানে প্রায় ৬৮৪ কোটি লোকের বসবাস যার মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় ১৫৭ কোটি । এই ৬৮৪ কোটি মানুষে কেউ বুঝি তোমার চেয়ে বেশি ভালোবাসতে পারবেনা। ধুর কি যে বলনা। তুমি দেখো আমি হাসবো। আমি_যতবার_হাসবো_তুমি_ততবার_হারবে।
পৃথিবীতে বর্তমানে প্রায় ৬৮৪ কোটি লোকের বসবাস যার মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় ১৫৭ কোটি । এই ৬৮৪ কোটি মানুষে কেউ বুঝি তোমার চেয়ে বেশি ভালোবাসতে পারবেনা। ধুর কি যে বলনা। তুমি দেখো আমি হাসবো। আমি_যতবার_হাসবো_তুমি_ততবার_হারবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন