বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬

ভালোবাসা হোক ইউনিক

১৪ ফেব্রুয়ারী, ‪‎বিশ্ব_ভালোবাসা_দিবস‬
বিশ্ব ভালবাসা দিবস” বা “ভ্যালেন্টাইন ডে” সারা বিশ্বের কোটি কোটি প্রেমিক প্রেমিকার জন্য চরম আকাঙ্ক্ষিত একটি দিন। ভালোবাসার রঙ দেখে আমরা অবাক হই। কত ধরনের হতে পারে ভালোবাসা! সন্তানের প্রতি পিতামাতার, পিতামাতার প্রতি সন্তানের, প্রেমিক-প্রেমিকার, বন্ধুত্বের, ভাই-বোনের, আত্মীয়তার, মানুষের প্রতি মানুষের ।
ভালোবাসা কি? উত্তর নেই, আবার আছে। সেই উত্তর অবশ্যই বিভিন্ন! কেননা, ভালোবাসা এমন এক অনুভূতি যা সংজ্ঞায়িত করার ক্ষমতা হয়তো মানবমস্তিষ্কের নেই শুধু অনুভবের ক্ষমতা আছে, শুধু হৃদয়ে নিজের মতো করে ধারণ করার ক্ষমতা আছে!
ভালোবাসা-র তাই দিবস বোধ আছ কিনা সে আলোচনায় যাবো না। এটি একটি বিতর্কিত আলোচনা এই কারণে যে, কারো কাছে ভালোবাসা দিবসে ছেলে মেয়ে পাবলিকলি কিস করার নামই ভালোবাসা,কারোর কাছে আজীবন ঘরের কোণে আনমনে ভালোবাসাকে মনে করাটা ভালোবাসা! আর এই ঘরের কোণে ভালোবাসাই মেইড ইন বাংলাদেশি ভালোবাসা
কিন্তু আমরা এটা আশা করতে পারিনা কোন আমেরিকান প্রেমিকা তার প্রেমিকের অপেক্ষায় আজীবন ঘরের কোণে আনমনে ভালোবাসা। ওদের ভালোবাসার স্টাইলটা আলাদা ওদের মত
কালকে যদি নিউইয়র্কের রাস্তায় কোন আমেরিকান যুবক লুঙ্গি পইড়া ,গামছা কাধে আকিজ বিড়ি টানতে টানতে যায় তাহলে ঠিকি আশেপাশের আমেরিকানরা ভ্রু কুচকাবে।
এর মানে কি আমেরিকানরা সব সংকীর্ণ মনের? না এর মানে হল এটা তাদের সাথে যায়না। লুঙ্গি গামছা। পাঞ্জাবি হয়ত যায় কিন্তু এটা না। লিমিট আছে অন্য দেশের কালচার এডোপ্ট করার্।
আমাদের দেশী ভালোবাসারও একটা স্টাইল আছে! পিওর বাংলা ভালোবাসা। হোক সেটা অল্প ছোঁয়ায় হোক সেটা অপেক্ষার অস্থিরতায়। হোক না সেটা নিয়মে মোড়ানো
ভালোবাসা বেঁচে থাক প্রেমিকের হাতের গোলাপ ফুলে
ভালোবাসা বেঁচে থাক প্রেমিকের অপেক্ষায় আনমনে ভালোবাসায়
ভালোবাসা বেড়ে যাক অল্প একটু ছোঁয়া আরো পাওয়ার অপেক্ষায়
ভালোবাসা হোক ইউনিক মেইড ইন বাংলাদেশি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন