বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬

ট্যালেন্টের ভাত নাই আমাদের দেশে

মামার ফোনই যদি সব হত তাহলে পড়ালেখা না কইরা মামারে ঠেইলা উপরে উঠাইতাম।

স্কুল লাইফের দশ বছরের পড়া ,কলেজ লাইফের দুই বছরের পড়া ভার্সিটির চার বছরের সব পড়া পার হইয়া আইসা আমাদের দেশে জীবিকাটা নির্ভর করে মামার ফোনের উপর
এক ফোন নিয়া এত ঝামেলা হবে জানলে গ্যালিলিও বলতেন
" পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আর সূর্য মামার ফোনের পিছনে ঘুরে"

আমাদের দেশে ট্যালেন্টের কোন ভাত নাই। এ দেশে সফল চাকুরীজীবি হইতে হইলে আপনেরে সবকিছু অল্প অল্প জানতে হবে। অল্প সায়েন্স অল্প ম্যাথস অল্প সমাজ বিজ্ঞান অল্প জেনারেল নলেজ
যদি এক কথায় বলতে হয় এ দেশে সফল হইতে হইলে আপনাকে কারেন্ট এফেয়ার্স পড়তে হবে।

ট্যালেন্টের আমাদের দেশে কোন জায়গা নাই
ব্রিটিশরা আমাগোরে এই সিস্টেম ধরায়াছিল। বাঙ্গাল রে তারা বিজ্ঞানী হইতে দেয় নাই ,ব্যাবসায়ী হইতে দেয় নাই চাকুরিজীবি বানাইছে। ব্রিটিশদের শিখাইয়া দেয়া এ সিস্টেমে ট্যালেন্ট ঢুইকা গেলে সিস্টেম কলাপ্স করার ঝুকি আছে। ট্যালেন্টরা নিয়ন্ত্রনের বাইরে। এই সিস্টেম ঘুইরা ফিরা এখনো আছে আর যাই বলেন এই সিস্টেমে টিকে থাকতে হলে আপনাকে রোবট হতে হবে।

আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফ বি আইর এক চীফ একবার একটা কথা বলছিল
" We do not question ,we just do it."
দিস ইজ দা বিটার ট্রুথ
এই সিস্টেমে প্রশ্ন করার রাইট আপনার নাই। হইলে জড়পদার্থ হইতে হইব।

সাফল্যের চাপা ছাড়ার লোক বহুত পাওয়া যায়। কিন্তু সত্যটা হচ্ছে এমন হাজারো প্রতিভাবান ছেলে মেয়ে আমাদের দেশের রাস্তায় রাস্তায় অলিতে গলিতে বেকার জীবন লিড করছে।
কারণ এ দেশে ট্যালেন্টের কোন দাম নাই ।এ সিস্টেমে উপরে উঠতে হইলে সবকিছুই অল্প অল্প জানতে হইব। অল্প বাংলা অল্প ইংরেজী অল্প অংক

স্বপ্নবাজদের আমাদের দেশে কোন জায়গা নাই।
এডিসন আমাদের দেশে জন্মাইলে কারেন্ট এফেয়ার্স মুখস্ত না করতে পারার ব্যার্থতায় সুইসাইড করত। মার্ক জাকারবার্গ চাকরী না পাইয়া পাগল হইয়া রোডে রোডে ঘুরত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন